এখনো সে সুতো ঘুম ছিঁড়ে
ছুঁতে চায় বোবা রাত,
তার জন্য কোনো দূরে
জেগে থাকে একা চাঁদ।
আজও সে একলা ছাদে, তারার ভিড়ে
খোঁজে কোনো রূপকথা,
আরও কিছুটা সময় সে থেকে যেতে চায়
শূন্য জুড়ে একা।
বোবা রাত নাবে, সে বোঝে না
তার চোখ থামে, কেউ খোঁজে না।
কিছু নাম পড়ে থাকে
রাখা থাকে অভিমান,
পরিযায়ী তার ঠোঁটে
খোলা চিঠি ছেঁড়া খাম।
কেন সে আলতো সময়, নীলচে কোলাজ
পথভোলা কাহিনী,
লেগে থাকে তার ঘোর, প্রেমের আঁচড়
ফিরতে চায় সে জানি।
বোবা রাত নাবে, সে বোঝে না
তার চোখ থামে, কেউ খোঁজে না।
আজও সে, ছায়াপথ জুড়ে হেঁটে যায়, অবিরাম
কোন মায়া, টানে পিছু ঢেকে রাখে, পরিণাম।